Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
মৌগাছী পান হাট
Details

এই হাটের অবস্থান গত দিক রাজশাহী নওগাঁ মহাসড়কের মৌগাছী গ্রামের উপরে অবস্থিত। ইহা একটি অতি প্রাচীন হাট এবং এই হাটটি সপ্তাহে চার দিন বসে। এর মধ্যে প্রতি রবিবার ও বুধবারে এই হাটে প্রচুর পরিমানে পান ক্রয়-বিক্রয় হয় এবং সপ্তাহের অন্য দুই দিন সাধারন হাট বসে। এই হাট মূলত পান হাট নামেই পরিচিত। এই হাটরে পান রাজশাহী ঢাকা সহ সমগ্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এই কারনে এই হাটটি কোন কোন ক্ষেত্রে মৌগাছী পান হাট নামেও পরিচিত। এই হাটে প্রায় কয়েকশত স্থায়ী দোকান রয়েছে। যেগ্রলো সপ্তাহের দুই দিন ব্যতিত সকল দিনিই খেঅলা থাকে এবং ব্যবসা বাণিজ্য ও নিত্ত নৈমিত্তিক কেনা-কাটা অত্র এলাকার সব জন সাধারন করে থাকে। এই হাটটিতে বাঁশ ও বেতের ব্যবসাও হয়ে থাকে। এই হাটটির উপরে একটি পোষ্ট অফিস, দুইটি ব্যাংক, দুইটি মসজিদ বিভিন্ন এনজিও অফিস অবস্থিত।